সুনামগঞ্জ জেলাধীন দিরাই উপজেলার তিনটি গ্রাম (ঘাগটিয়া, শুকরনগর, মজলিশপুর) নিয়ে বিদ্যালয় এলাকা গঠিত হলেও চামটি নদী দুইটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকাকে দুইটি ভাগে বিভক্ত করেছে। বিদ্যালয়ের দক্ষিণ দিকে প্রবাহিত চামটি নদীর কারনে বর্ষাকালে নদী পার হয়ে বিদ্যালয়ে আসতে অসুবিধা হয় বিধায় শুকরনগর গ্রামের বিদ্যালয় গমনোপযোগী শিশুরা পার্শ্ববর্তী রাধানগর কমিউনিটি বিদ্যালয়ে ভর্তি হয়। ফলে ২০০৫ সাল থেকে উক্ত গ্রামের কোন শিশু এ বিদ্যালয়ে ভর্তি হচ্ছে না। উপজেলা হেড কোয়াটার থেকে বিদ্যালয়ের দুরত্ব ১৫০০ মিটার।
১৯৭৩ সালে তৎকালীন সরকারের প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি করন করা হয়। ১৯৭৪ সালে সরকার কর্তৃক বিদ্যালয় নির্মানের ব্যবস্থা নিলে ঘাগাটিয়া গ্রামের বর্তমান জায়গায় বিদ্যালয়টি স্থায়ীভাবে প্রতিষ্টিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস