বিদ্যালয়টি কালনী নদীর পশ্চিমতীরে অবস্থিত। বিদ্যালয়ের এক পাশে বয়ে গেছে নদীটি এবং অন্য পাশে রয়েছে উপজেলা থেকে জেলা সংযোগ সড়ক। বিদ্যালয়টি গ্রামের মাঝামাঝি জায়গায় অবস্থিত। ছায়া সুনিবিড়, কোলাহল মুক্ত মনোরম পরিবেশে অবস্থানের কারণে এ বিদ্যালয়টিতে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। অবকাঠামোগত দিক থেকে বিদ্যালয়ে ৩টি বিল্ডিং রয়েছে।
বিদ্যালয়টি ১৯৬০ সালে দিরাই উপজালাধীন করিমপুর ইউনিয়নে সুজনগর গ্রামে স্থানীয় উদ্দীপনায় প্রতিষ্টালাভ করে। বর্তমানে এটি দিরাই পৌরসভার ৮নং অয়ার্ডের অন্তর্গত। পরবর্তীতে ১৯৭৩ সনে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। বিদ্যালয়টির জমির পরিমান ৩০ শতাংশ। অত্র গ্রামের শিক্ষানুরাগী জনাব মোঃ আবুল কালাম বিদ্যালয়ের জন্য জায়গাটি দানপত্র করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস